Saturday, December 20, 2025
Latestখেলা

নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সেমিফাইনাল নিশ্চিত করার পরও ভারত থেমে থাকেনি। পরপর তিন ম্যাচ জিতে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল ভারত।

সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া 

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারত একটাও ম্যাচ হারেনি। আগামী ৪ মার্চ প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। ভারতীয় সময় দুপুর ২টো ৩০ মিনিট থেকে খেলা শুরু হবে। 

ভারতের চ্যালেঞ্জিং ইনিংস

প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইনআপ বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। রোহিত শর্মা, শুবমান গিল এবং বিরাট কোহলি ব্যর্থ হন, যা দলের জন্য উদ্বেগজনক ছিল। তবে শ্রেয়স আইয়ারের দায়িত্বশীল ৭৯ রানের ইনিংস, অক্ষর প্যাটেলের ৩২ এবং হার্দিক পান্ডিয়ার মূল্যবান ৪৫ রানের ওপর ভর করে ভারত ২৪৯ রান তোলে।

নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ ছিল বেশ কার্যকরী। বিশেষ করে ম্যাট হেনরি দুর্দান্ত পারফরম্যান্স দেখান, একাই পাঁচটি উইকেট শিকার করেন। কাইল জেমিসন, উইলিয়াম ও রুরকে, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রও একটি করে উইকেট নেন।

ভারতের জয়

লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই ধাক্কা খায়। ওপেনিং জুটি উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র মাত্র ১৭ রান করে ভাঙে। অক্ষর প্যাটেলের দুর্দান্ত ক্যাচে রাচিন ফিরলে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরে। তবে দলের সবচেয়ে বড় ভরসা ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি একের পর এক পার্টনারশিপ তৈরি করে ম্যাচ জমিয়ে তুলছিলেন। কিন্তু অক্ষর প্যাটেলের দুর্দান্ত ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে স্টাম্পড হন তিনি, তখন তাঁর নামের পাশে ৮১ রান।

শেষের দিকে মিচেল স্যান্টনার ২৮ রান করে লড়াইয়ের চেষ্টা করেন, কিন্তু ভারতীয় বোলারদের সামনে নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপ টিকতে পারেনি। ৪৫.৩ ওভারে ২০৫ রানেই গুটিয়ে যায় কিউইরা।

বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিং

ভারতের বোলিং ইউনিট দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। আইসিসি টুর্নামেন্টে অভিষিক্ত বরুণ চক্রবর্তী একাই পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফর্মার হন। কুলদীপ যাদব দুটি উইকেট নেন, আর হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট তুলে নেন।