উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনেই ধর্মঘটের ডাক বামেদের, কড়া বার্তা সিপির, হেল্পলাইন নম্বর ঘোষণা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সোমবার, ৩ মার্চ থেকে। রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থীর জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একই দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে একাধিক রাজনৈতিক সংগঠন আন্দোলনের ডাক দেওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা।
পরীক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন সতর্ক
রবিবার সাংবাদিক সম্মেলন করে কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা আশ্বাস দেন যে, পরীক্ষার্থীদের কোনওভাবেই সমস্যার মুখে পড়তে দেওয়া হবে না। তিনি বলেন, “এই পরীক্ষা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের যেন কোনো বাধার মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করা হবে।”
পরীক্ষার্থীদের যেকোনও সমস্যা সমাধানে বিশেষ হেল্পলাইন নম্বর (9432610039) চালু করা হয়েছে। পাশাপাশি, স্থানীয় থানাগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনও পরীক্ষার্থী সমস্যায় পড়লে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
একাধিক রাজনৈতিক সংগঠনের আন্দোলনের ঘোষণা
যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে শনিবারের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এসএফআই সোমবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে। পাশাপাশি, এইবি মোড় থেকে সিপিআইএমএল প্রতিবাদ মিছিল করবে। সোশ্যাল মিডিয়ায় আরও বেশ কিছু প্রতিবাদ কর্মসূচির খবর ছড়িয়েছে। তবে পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, এই ধরনের কর্মসূচির জন্য কোনও রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে অনুমতি নেয়নি।
রাজ্য পুলিশও সক্রিয়, পরীক্ষার্থীদের দ্রুত সহায়তার নির্দেশ
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি-আইজিপি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। তিনিও নিশ্চিত করেছেন যে, পরীক্ষার্থীরা কোনও সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় বা কর্তব্যরত পুলিশকে জানাতে পারবেন। কেউ যদি হেল্পলাইন নম্বর মনে না রাখেন, তাহলে ১০০ নম্বরে ফোন করলেই পুলিশ দ্রুত সাহায্য করবে।
তিনি আরও বলেন, “আন্দোলনের আয়োজকরা যেন বিষয়টি মাথায় রাখেন এবং কোনওভাবেই পরীক্ষার্থীদের অসুবিধার কারণ না হন।”
পরীক্ষার দিন রাস্তাঘাটে থাকবে কড়া নজরদারি
সোমবার সকাল থেকেই কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের একাধিক বাহিনী মাঠে থাকবে। গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে ও আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। বিশেষ করে যেসব এলাকায় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেখানে পুলিশের নজরদারি আরও কঠোর করা হবে।
কীভাবে পরীক্ষার্থীরা সমস্যায় পড়লে সাহায্য পাবেন?
বিশেষ হেল্পলাইন নম্বর: 9432610039
জরুরি নম্বর: ১০০
কাছের থানায় সরাসরি যোগাযোগ
সামনে থাকা পুলিশ কর্মকর্তাকে জানান
প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, কোনোভাবেই পরীক্ষার্থীদের অসুবিধায় পড়তে দেওয়া হবে না।