Wednesday, June 26, 2024
রাজ্য​

যোগ্যদের বাদ দিয়ে পেছনের দরজা দিয়ে মুসলিমদের OCB শংসাপত্র বানিয়ে দিয়েছিল তৃণমূল: মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা ভোটের মধ্যেই তৃণমূল জমানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের রায়ের তুমুল বিরোধিতা করেছে। মমতা সরাসরি বলেছেন, ‘তিনি এই নির্দেশ মানেন না।’ এবার এ প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী বলেন, ‘তৃণমূল পিছনের দরজা দিয়ে খেলা শুরু করেছিল। রাতারাতি মুসলিমদের সকলকে OBC বানিয়ে দেয়। OCB শংসাপত্র পাওয়ায় যাঁরা যোগ্য, তাঁরা তাতে বাদ পড়ে যান। হাইকোর্টের নির্দেশের পর বোঝা যাচ্ছে কত বড় ধোঁকা দেওয়া হচ্ছিল এতদিন।’

মোদী বলেন, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি করার পরও মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিচারব্যবস্থা, বিচারপতিদেরও গালি দিচ্ছেন। বলছেন আদালতের নির্দেশ মানবেন না।’

উল্লেখ্য, আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের OBC-A তালিকাভুক্ত ৫ লাখ শংসাপত্র বাতিল হয়ে গেছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি OBC দের শংসাপত্র বাতিল হতে দেবেন না।