মানুষ নয়, কুকুর-বেড়ালদের নামে বই উৎসর্গ করলেন তসলিমা নাসরিন
কলকাতা: লেখক কিংবা লেখিকার বই প্রকাশিত হলে সাধারণত তাঁর বাবা-মা, মনের মানুষ কিংবা অন্য কারও নামে বইটি উৎসর্গ করে থাকেন। তবে এসবের একটিও পথ এবার মাড়াননি লেখিকা তসলিমা নাসরিন। তিনি তাঁর নতুন বই ‘অনড় দাঁড়ালাম’ উৎসর্গ করেছেন রাস্তার কুকুর-বিড়ালদের নামে!
তবে মানুষের বদলে কুকুর-বেড়াল কেন? এই প্রশ্নের ব্যখ্যায় তসলিমা নাসরিন বলেছেন, আমার অনড় দাঁড়ালাম বইটি আমি রাস্তার বেড়াল-কুকুরদের উৎসর্গ করেছি। মানুষকে কেন করলাম না? কাউকে যোগ্য বলে মনে হলো না। রাস্তার বেড়াল-কুকুর ঠিক আমার মতো, স্ট্রাগল করে বেঁচে থাকে।
উল্লেখ্য, ডিসেম্বরে তসলিমার ‘অনড় দাঁড়ালাম’ বইটি প্রকাশ হয়েছে কলকাতা থেকে। ভারতের চলমান কৃষক আন্দোলন থেকে শুরু করে, বাংলাদেশের মৌলবাদ, ধর্ষণ, ভাস্কর্য ভাংচুর মতো নির্মম পৈশাচিক কর্মকাণ্ডের বিরোধিতা করে লেখালেখি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন।
তবে লেখিকা, মানববাদী, সর্বোপরি তসলিমা একজন পশুপ্রেমী। সমাজের বৈষম্যের বিরুদ্ধে বিরামহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। সমতায় বিশ্বাসী তসলিমা সম্প্রতি লিখেছেন, দুই বাংলা থেকে এক বাঙালি লেখিকাকে বিতাড়িত করা হয়েছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

