নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ পরিকল্পনা প্রধানমন্ত্রীর
কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্ম জয়ন্তী উদযাপনে বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। আগামী ২৩ জানুয়ারি দিনটি বিশেষ ভাবে পালন করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজির জন্মজয়ন্তী উদযাপনে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে কেন্দ্র।
সোমবার এ নিয়ে বাংলায় টুইট করেন প্রধানমন্ত্রী। টুইটে তিনি বলেন, নেতাজি সুভাষ বসুর সাহস সুবিদিত। এক জন বিদগ্ধ পণ্ডিত, সৈনিক ও শ্রেষ্ঠ এই জননেতার ১২৫ তম জন্মজয়ন্তী আমরা শীঘ্রই উদযাপন করতে চলেছি। এ জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন, আমরা সকলে মিলে বিশেষ এই অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপিত করি।
পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, উচ্চ পর্যায়ের ওই কমিটিতে নেতাজির পরিবারের সদস্যরা ছাড়াও থাকবেন বিশেষজ্ঞ, ইতিহাসবিদ এবং লেখকরা। তা ছাড়া আজাদ হিন্দ ফৌজের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিরাও ওই কমিটিতে থাকবেন। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে দিল্লি, কলকাতা এবং তাঁর স্মৃতি বিজড়িত দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠান হবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে স্থায়ী ভাবে একটি লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠানও করা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ২০১৫ সালের ৪ ডিসেম্বর প্রথম পর্বে ৩৩ ফাইল প্রকাশ করে। এরপর ২০১৬ সালের ২৩ জানুয়ারি নেতাজি সম্পর্কিত ১০০ ফাইলের ডিজিটাল প্রতিলিপি প্রকাশ করা হয়।
২০১৮ সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নেতাজি কর্তৃক তেরঙা উত্তোলনের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আন্দামান ও নিকোবরে তিনটি দ্বীপের নাম বদলে নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ রাখা হয়।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

