দেশের কনিষ্ঠতম মেয়র হচ্ছেন আরিয়া
তিরুবনন্তপুরম: দেশের কনিষ্ঠতম মেয়র হতে চলেছেন আরিয়া রাজেন্দ্রন (Arya Rajendran)। তাঁকে তিরুঅনন্তপুরম পুরসভায় মেয়র হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। একুশ বছর বয়সী আরিয়া অল সেন্টস কলেজের ছাত্রী। মেয়র পদে শপথ নিলে আরিয়াই হবেন দেশের কনিষ্ঠতম মেয়র।
সম্প্রতি কেরলে স্থানীয় প্রশাসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। মুরাভানমুগলে পুরনিগম নির্বাচনে সিপিএমের টিকিটে লড়েন আরিয়া। ইউডিএফ (LDF) প্রার্থী শ্রীকলাকে ২৮৭২ ভোটে হারিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি। নতুন দায়িত্ব সম্পর্কে আরিয়া বলেন, আমি বর্তমানে একজন কাউন্সিলর। দল যদি আমাকে মেয়রের দায়িত্ব দেয়, তা গ্রহণ করব।
জানা গেছে, জামিলা শ্রীধরনকে প্রথমে মেয়র করার সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। কিন্তু দলের সদস্যরা নতুন কোনও মুখ এবং তরুণ প্রজন্মের কাউকে এই পদে নিয়োগের দাবি জানায়। এরপরই আরিয়ার নাম সুপারিশ করা হয়।

একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন আরিয়ার পরিবার। তাঁর বাবা পেশায় ইলেকট্রিশান ও মা একজন এলআইসি এজেন্ট। বর্তমানে আরিয়া বিএসসি অনার্সের দ্বিতীয় বর্ষে পড়ছেন। মেয়রের পদ সামলানোর পাশাপাশি পড়শোনাও শেষ করতে চান আরিয়া।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও এই খবরে দারুণ খুশি হয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আগামীতে দলে আরও নতুন প্রজন্ম উঠে আসবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

