এবার বাংলায় দ্বিতীয় হবে তৃণমূল, প্রথম হবে বিজেপি: শুভেন্দু অধিকারী
মেদিনীপুর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু’দিনের বাংলা সফর নিয়েই বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। মেদিনীপুরের কলেজ মাঠে তাঁর সভায় শুভেন্দু অধিকারী-সহ একঝাক নেতা-নেত্রী বিজেপিতে যোগ দিয়েছেন। গেরুয়া শিবিরে যোগ দিয়েই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেন, দিনকয়েক আগে এই মাঠে তৃণমূলনেত্রী বলেছিলেন, তৃণমূল কাঁথিতে দ্বিতীয় হয়েছে। অধিকারীদের মুছে ফেলার চেষ্টা করেছিলেন। এবারও তৃণমূল দ্বিতীয় হবেন। প্রথম হবে বিজেপি। পাশাপাশি, তিনি বলেন, যদি কাউকে মা বলতে হয়, ভারত মাতাকে বলব। আর কাউকে নয়।
বিজেপিতে একজন সাধারণ কর্মী হিসেবে করার কথাও জানান তিনি। শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল তাঁকে বিশ্বাসঘাতক বলছে! তবে আমি সিঁড়ি দিয়ে উঠে এসেছি। দল বললে দেয়ালে লেখার কাজ করব। মাতব্বরি করতে আসিনি।
তাঁর দাবি, আত্মসম্মান নিয়ে কেউ তৃণমূলে থাকতে পারেন না। তৃণমূলের একজন আমাকে একটি ভিডিও পাঠান। আমি সেখানে বলছিলাম, বিজেপি হটাও। এখন বলছি তোলাবাজ ভাইপো হটাও। আমি যখন যেখানে থাকি, সেখানে নিষ্ঠার সঙ্গে কাজ করি। একসময় তৃণমূলের হয়ে কাজ করেছি, এবার বিজেপির হয়ে করবো।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

