Monday, November 17, 2025
রাজ্য​

‘তোলাবাজ ভাইপো হটাও’, বিজেপিতে যোগ দিয়েই কড়া আক্রমণ শুভেন্দুর

মেদিনীপুর: শনিবার অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। বিজেপিতে যোগ দিয়েই গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মেদিনীপুর কলেজ মাঠের মঞ্চ থেকে হুঙ্কার দিয়ে বললেন, তোলাবাজ ভাইপো হঠাও।

তৃণমূলের বিরুদ্ধে এতদিনের চাপা ক্ষোভ এদিন উগরে দিলেন সভামঞ্চ থেকেই। অমিত শাহকে ‘দাদা’ বলে সম্বোধন করে বলেন, আমি যখন করোনা আক্রান্ত হয়েছিলাম, দলের কেউ খোঁজ নেননি। অমিতজি খোঁজ নিয়েছিলেন।

গুঞ্জন ছড়িয়েছিল তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে। এ সম্পর্কে তিনি বলেন, বিজেপিতে সাধারণ কর্মী হিসেবে কাজ করব। তৃণমূল আমাকে বিশ্বাসঘাতক বলছে! আমি সিঁড়ি দিয়ে উঠে এসেছি। দল বললে, দেওয়াল লিখন করব। মাতব্বরি করতে আসিনি। আমি ছাত্র রাজনীতি করে এসেছি। যেকোনও কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ। বুথে বুথে পাবেন।

তৃণমূল বিধে তিনি বলেন, আত্মসম্মান নিয়ে কেউ তৃণমূলে থাকতে পারেন না। তৃণমূলের একজন আমায় গতকাল একটি ভিডিও পাঠিয়েছিলেন, সেখানে বলছিলাম যে বিজেপি হটাও। আমি বললাম যে আমি যখন যেখানে থাকি, সেখানে নিষ্ঠার সঙ্গে কাজ করি।

বিজেপিতে যোগ দেওয়ার আগে এতদিনকার দলের প্রতি খোলা চিঠি লিখে যাবতীয় অনুভূতির কথা প্রকাশ করেছেন। ৬ পাতার খোলা চিঠিতে তৃণমূলে পচন ধরেছে বলেও উল্লেখ করেছেন তিনি। বাম শাসনের বিরুদ্ধে তাঁর এবং তাঁর দলের লড়াইয়ের কথা উল্লেখ করেছেন। বলেছেন, বাম সরকার জনবিরোধী হয়ে পড়ছিল ক্রমশ, তাই তাদের বিরুদ্ধে লড়াই করে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তৃণমূল। কিন্তু আজ তৃণমূলও সেই পথে হাঁটছে। তাই ফের লড়াইয়ের প্রয়োজন।

প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা তৃণমূলের সাথে তাঁদের প্রতি অবিচার-অবহেলা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, নিজেদের রক্ত, ঘাম দিয়ে তৃণমূল যাঁরা তৈরি করেছিলেন, তাঁরাই দলে সবচেয়ে কোণঠাসা, গুরুত্বই পাননি। গত ১০ বছরে দলীয় স্বার্থের ঊর্ধ্বে প্রাধান্য দেওয়া হয়েছে ব্যক্তিস্বার্থকে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।