২০২১ সালে তৃণমূল যেটা চাইছে না, সেটাই হবে: শুভেন্দু অধিকারী
মেদিনীপুর: শনিবারের দুপুরে সমস্ত অপেক্ষার অবসান। পুরনো দলের সঙ্গে ২১ বছরের সম্পর্ক চুকিয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন বাংলার অন্যতম জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী। অমিত শাহের হাত ধরেই এদিন পদ্মশিবিরে নাম লেখান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভায় এদিনের মধ্যমণি তথা তারকা শুভেন্দু অধিকারী।
বিজেপির ঝান্ডা ধরেই এদিন তৃণমূলকে চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, বাংলার অর্থনীতি খুব শোচনীয় অবস্থায় আছে। টেট দুর্নীতি হচ্ছে, বেকারত্ব বেড়েছে। আমি মনে প্রাণে চাই, কলকাতা ও দিল্লিতে এক সরকার থাকুক। না হলে বাংলা বাঁচবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতে হবে। আগামীকাল থেকেই ময়দানে নেমে পড়ব। ২০২১ সালে তৃণমূল যেটা চাইছে না, সেটাই হবে।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বরই মহিষাদলে এক ‘অরাজনৈতিক’ সভা থেকে প্রাক্তন মন্ত্রী তথা সদ্য প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বলেন, ২০২১ সালেই মুক্তির স্বাদ দেবেন ঈশ্বর। এখানে মুক্তি বলতে তিনি হয়তো তৃণমূলকে হটানোর ডাকই দিয়েছিলেন।
শুভেন্দু অধিকারী এদিন সভা থেকে আরও বলেন, ২০১৪ সাল থেকেই অমিত শাহের সঙ্গে তাঁর পরিচয়। সিদ্ধার্থনাথ সিংয়ের দৌলতেই অমিতজির সঙ্গে তাঁর পরিচয়। তবে সিদ্ধার্থজি তাঁকে বিজেপিতে যোগ দিতে বলেননি। মুকুল রায় বারবার তাঁকে বলেছেন, অপমান সহ্য না করে সময় থাকতে বিজেপিতে চলে আয়।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

