Monday, November 17, 2025
রাজ্য​

দিদি রাজ্যবাসীর কথা ভাবেন না, শুধু ভাইপোকে মুখ্যমন্ত্রী করার কথা ভাবেন: অমিত শাহ

মেদিনীপুরঃ শনিবার মেদিনীপুর কলেজ মাঠের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি, বাংলায় আসনের টার্গেট বেঁধে দিলেন তিনি। অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের মা মাটি স্লোগান এখন বদলে ‘তোলাবাজি- ভাইপোরাজ’ হয়ে গেছে।

অমিত শাহ বলেন, তৃণমূল নেত্রী ১০ কোটি রাজ্যবাসীর কথা ভাবেন না, তিনি শুধু ভাবেন কখন কিভাবে ভাইপোকে মুখ্যমন্ত্রী করা যায়। হুঙ্কার দিয়ে তিনি বলেন, ভোটের আগে এই জোয়ারের কথা দিদি কল্পনাও করতে পারেননি। তবে এ তো সবে শুরু,  ভোট আসতে আসতে তৃণমূলে দিদি আপনি একা পড়ে থাকবেন।

অমিত শাহের অভিযোগ, কেন্দ্রের পাঠানো বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দিচ্ছেন মমতা। তাঁর দাবি, তৃণমূলকে সরালেই কেন্দ্রের অনেক প্রকল্পের টাকা পাবেন বাংলার সাধারণ মানুষ। গরিবদের মোদীজি যা দিচ্ছেন, তা পাবেন বাংলার মানুষ।

অমিত শাহ জানান, এখনও পর্যন্ত দেশের ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ৯৫ হাজার কোটি টাকা ঢুকেছে। অথচ বাংলার কৃষকরা এক টাকাও পাননি। কৃষকদের তালিকা পাঠাননি মমতাদিদি। নরেন্দ্র মোদী গরিবদের জন্য ৫ লাখ টাকার স্বাস্থ্যবিমা চালু করেছেন। অথচ বাংলার মানুষ আয়ুষ্মান যোজনার সুবিধা পাচ্ছেন না।

অমিত শাহের কটাক্ষ, দিদি নিজেও উন্নয়ন করেন না, মোদীজিকেও করতে দেন না। উনি ভাবেন, তাহলে মোদীজি জনপ্রিয় হয়ে যাবে। কিন্তু আপনি জানেন না, মোদীজি এমনিতেই বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছেন। বাংলার কৃষকদের সমস্যার সমাধান, বেকার সমস্যার সমাধান নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিই করবে। ৫ বছর আমাদের দিন, আমরা বাংলাকে ‘সোনার বাংলা’ বানিয়ে ছাড়বো।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।