Thursday, November 13, 2025
রাজ্য​

‘শুভেন্দুর সঙ্গে ৫০,০০০ তৃণমূল নেতাকর্মী যোগ দিচ্ছেন বিজেপিতে’

কলকাতা: সমস্ত জল্পনা-গুঞ্জন উড়িয়ে আজ, শনিবার মেদিনীপুরের কলেজ ময়দানে অমিত শাহ সভায় বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সঙ্গে প্রায় ৫০ হাজার তৃণমূল নেতা-কর্মী বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর। জানা গিয়েছে, আজ দুপুর দুটো ৩০ মিনিট থেকে মেদিনীপুরের কলেজ ময়দানে অমিত শাহের সভা।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়ার পর একের পর এক পঞ্চায়েত সদস্য, জেলার ছোটো-বড়ো নেতা, বিধায়ক, সাংসদ দল ছেড়েছেন। আজকের অমিত শাহের জনসভায় তাঁরা গেরুয়া শিবিরে নাম লেখাবেন বলে জানা গিয়েছে।

এদিকে, গেরুয়া শিবিরে নাম লেখানোর মুহূর্তটি যাতে ‘শুভ’ হয়, সেদিকেও নজর রাখছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের সদ্য প্রাক্তন এই নেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পঞ্জিকা মতে এদিন ঘড়ি ধরে সকাল ১১.০৩-এর কাঁথির বাড়ি থেকে বেরিয়ে সোজা পৌঁছবেন মেদিনীপুরের জনসভায়।

সূত্রের খবর, মেদিনীপুরের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেবেন একদা তৃণমূলের এই হেভিওয়েট নেতা। অন্যান্য ছোটো-বড়ো নেতারা বিজেপির অন্য নেতাদের হাত দিয়ে গেরুয়া শিবিরে যোগ দেবেন। শুধু শুভেন্দু অধিকারীর হাতেই বিজেপির পতাকা তুলে দেবেন অমিত শাহ।

মন্ত্রীত্ব ছাড়ার পরেই শুভেন্দুর নিরাপত্তা ফিরিয়ে নেয় রাজ্য সরকার। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুভেন্দুর সঙ্গে এদিন যোগাযোগও করে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে শুভেন্দু জানিয়েছেন, বিজেপিতে যোগ দিয়ে তবেই কেন্দ্রীয় নিরাপত্তা নেবেন। নিরাপত্তার খাতিরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একাধিক কর্তা শুভেন্দুকে অনুরোধ করা সত্বেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।