Wednesday, November 19, 2025
রাজ্য​

অমিত শাহের সভায় ঠিক কতজন যোগ দেবেন বিজেপিতে?

কলকাতা: শুক্রবার রাতেই বায়ুসেনার বিশেষ বিমানে করে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার মেদিনীপুরে সভা করবেন তিনি। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। গত কয়েকদিনে একের পর তৃণমূলের নেতা–মন্ত্রী–বিধায়ক দল ছেড়েছেন। তাঁরা বিজেপিতে যোগ দেবেন বলে খবর।

শনিবার অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারী-সহ এই সমস্ত নেতাদের বিজেপিতে যোগদানের কথা। কিন্তু কতজন যোগ দেবেন বিজেপিতে? সেই সম্পর্কে সঠিক কোনও তথ্য নেই রাজ্য বিজেপি নেতাদের কাছে। এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপির এক বরিষ্ঠ নেতা।

ওই নেতা জানিয়েছেন, শনিবার কতজন যোগদান করবেন জানি না। এখনও একের পর এক ফোন আসছে। অনেকে যোগদানের ইচ্ছা প্রকাশ করছে। তবে তাঁদের অভিযোগ, তৃণমূলের তরফে তাঁদের চাপ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর প্রচুর অনুগামী রয়েছে। এক এক করে তারা সবাই দলত্যাগ করছে। তবে শুধু তৃণমূল নয়, অমিত শাহের সভার আগে ভাঙন বাম শিবিরেও।  সূত্রের খবর, হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলও বিজেপিতে যোগ দিতে চলেছেন। তবে একা তাপসী মণ্ডল নয়, তমলুকের আরও এক সিপিআই বিধায়ক অশোক দিন্ডাও বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।