Tuesday, November 18, 2025
খেলা

মাত্র ৩৬ রানে অলআউট ভারত

এডিলেড ওভাল: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট ভারত। টেস্ট ইতিহাসে এক ইনিংসে এটাই ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয়ে যায় কোহলিরা ভারত। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯১ রান করে। প্রথম ইনিংসে ৫৩ রানের লিড পায় ভারত।

প্রথম টেস্টে জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে মাত্র ৯০ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ ওভারে বিনা উইকেট হারিয়ে ৪৭ রান। অর্থাৎ জয়ের জন্য এই মুহূর্তে অস্ট্রেলিয়ার দরকার ৪৩ রান।

দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রান দিয়ে হ্যাজেলউড তুলে নেন ৫ উইকেট। কামিন্স নেন ৪ টি উইকেট। ভারতের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। পূজারা, রাহানে এবং অশ্বিন রানের খাতা খুলতে পারেননি। ভারতীয় ব্যাটসম্যানদের রান করেন যথাক্রমে – ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪ এবং ১।

গতকাল অপরাজিত ছিলেন বুমরা এবং মায়াঙ্ক আগারওয়াল। এদিন শুরুর দ্বিতীয় ওভারেই বুমরা কামিন্সের হাতে ক্যাচ তুলে দেন। এরপর থেকে শুরু হয় আউট হওয়ার বন্যা। ভারতের সংগ্রহ ৩৬/৯ থাকার সময়ে ব্যাটিংয়ে ছিলেন শামি এবং উমেশ যাদব। তবে চোট পেয়ে শামি প্যাভিলিয়নে ফিরে যান। এদিন তিনি বোলিং করতে পারবেন না।

প্রসঙ্গত, এর আগে ১৯৭৪ সালে মাত্র ৪২ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। এদিন মাত্র ৩৬ রানে আউট হয়ে আরও বড় লজ্জার ইতিহাস তৈরি করল ভারত।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।