টোকিও অলিম্পিকের দ্বিতীয় পর্বে বঙ্গতনয়া সুতীর্থা
টোকিও: টোকিও অলিম্পিক্সের দ্বিতীয় পর্বে পৌঁছে গেলেন বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha Mukherjee)। ৩-১ ব্যবধানে পিছিয়ে ছিলেন সুতীর্থা। সেখান থেকে দূরন্ত ক্যামব্যাক করেন। পর পর তিন সেট জিতে নেন তিনি। শেষ সেটে জেতেন ১১-৫ ফলে। দ্বিতীয় পর্বে পৌঁছেছেন মণিকা বাত্রাও (Manika Batra)।
৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন মণিকা ব্রিটেনের টিন-টিন হোকে পরাজিত করেন। মণিকার পক্ষে ফল ১১-৭, ১১-৬, ১২-১০, ১১-৯। দ্বিতীয় পর্বে ইউক্রেনের মারগারিটা পেসোস্কার বিরুদ্ধে খেলবেন মণিকা।
এদিকে, সাত সেটের লড়াইয়ে ৩-১ ব্যবধানে সুইডেনের লিন্ডা বার্গস্ট্রমের বিরুদ্ধে পিছিয়ে পড়েন সুতীর্থা। আর একটা সেট হারলেই বাদ পড়তে সুতীর্থাকে। সেই অবস্থা থেকে দুর্দান্ত ক্যামব্যাক করেন বঙ্গতনয়া সুতীর্থা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫-১১, ১১-৯, ১১-১৩, ৯-১১, ১১-৩, ১১-৯, ১১-৫ করেন সুতীর্থা ও লিন্ডা।
দ্বিতীয় পর্বে সুতীর্থার থেকে ৪৩ ধাপ এগিয়ে থাকা পর্তুগালের ফু ইউয়ের বিরুদ্ধে খেলবেন বাংলার এই টেবিল টেনিস তারকা। প্রথম দিনেই সৌম্যদীপ রায়ের ছাত্রী সুতীর্থা বুঝিয়ে দিলেন সহজে লড়াই ছাড়তে প্রস্তুত নয় সে।