Monday, November 17, 2025
কলকাতা

অমিত শাহকে প্রণাম করে বিজেপিতে শুভেন্দু অধিকারী

মেদিনীপুর: সমস্ত জল্পনা-গুঞ্জন উড়িয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন শুভেন্দু অধিকারী। ২১ বছরের বেশি সময়ে সম্পর্ক চুকিয়ে আজ  তিনি যোগ দিলেন বিজেপিতে। আজ থেকে তিনি বিজেপির নেতা, বাংলায় বিজেপির অন্যতম মুখ। এদিন মঞ্চে  তাঁর আসন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশেই।

এদিন তাঁকে উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন সাংসদ দেবশ্রী চৌধুরী। শুভেন্দুর সঙ্গে এদিন ৯ বিধায়ক এবং ১ জন সাংসদ বিজেপিতে যোগ দিলেন। অমিত শাহকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূলের বিরুদ্ধে ছয় পাতার চিঠিতে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু।

চিঠিতে তৃণমূলের অপশাসের কথা পুঙ্খানুপুঙ্খে উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, তৃণমূলে পচন ধরেছে। দলের প্রতিষ্ঠাতা কর্মীরাই অপমানিত। ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়েছে দল। মানুষের সঙ্গে বেঈমানি করতে চান না বলেই দল ছেড়েছেন তিনি। নাম না করে এদিন পিকে টিমের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন শুভেন্দু অধিকারী। গত ২৭ নভেম্বর মন্ত্রিত্ব ছাড়েন। তারপরে গত ১৫ ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।