Wednesday, November 19, 2025
রাজ্য​

এ তো সবে শুরু, ভোট আসতে আসতে তৃণমূলে শুধু দিদি একাই থাকবেন: অমিত শাহ

মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে দলত্যাগের হিড়িক পড়েছে। শনিবার মেদিনীপুরে অমিত শাহের জনসভায় বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী, শীলভদ্র দত্ত, সুনীল মণ্ডল-সহ একঝাঁক নেতানেত্রী। এদিনের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অমিত শাহ বলেন, দিদি এ তো সবে শুরু, বিধানসভা নির্বাচন আসতে আসতে আপনি একা হয়ে যাবেন।

অমিত শাহ বলেন, দিদি বলেন, বিজেপি দল বদল করে আসে। দিদি আপনাকে জিজ্ঞেস করছি আপনার আসল পার্টি কোনটা ছিল? আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসেন, এটা দল বদল নয়।

বাংলার কৃষকদের বঞ্চিত করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন, যতদিন না বাংলা থেকে তৃণমূল সরকার উৎখাত হবে ততদিন বাংলার কৃষকরা ৬,০০০ টাকা করে পাবেন না। তৃণমূল সরকারকে উপড়ে না ফেললে কেন্দ্রের টাকা পাওয়া যাবে না।

অমিত শাহ বলেন, দিদি আপনি বলেছিলেন বাংলায় বিজেপি খাতা খুলতে পারবে না। কিন্তু সেখানে মোদিজীর নেতৃত্বে, দিলীপ ঘোষের নেতৃত্বে গত লোকসভা ভোটে বাংলায় ১৮ টি আসন পেয়েছে বিজেপি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।