এক নজরে দেখে নিন বিজেপিতে যোগদানকারীদের পূর্ণ তালিকা, রয়েছে একাধিক চমক
মেদিনীপুর: অমিত শাহের শনিবারের সভা কার্যত পরিণত হতে চলেছে যোগদান মেলায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যোগদানকারীদের পূর্ণ তালিকা। তালিকায় রয়েছে সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদ সদস্যও। রয়েছে তৃণমূলের সংখ্যালঘু সেলের একাধিক নেতাও।
তালিকায় রয়েছে অন্তত ৯ জন বিধায়ক। রয়েছে বেশ কয়েকজন প্রাক্তন বিধায়কের নামও। তালিকা অনুযায়ী, বিজেপিতে নাম লেখাতে চলেছেন শুভেন্দু অধিকারী, বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল ও আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে।
তালিকায় রয়েছে কাঁথি উত্তরের বিধায় বনশ্রী মাইতি, হলদিয়ার সিপিআইএম বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা, পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, বর্ধমান পূর্বর তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা, বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস, নাগরাকাটার তৃণমূল বিধায়ক শুক্রা মুন্ডা।
এছাড়া তালিকায় নাম রয়েছে বাঁকুড়ার তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তৃণমূল নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আলিপুর দুয়ারের তৃণমূল নেতা আশিস দত্ত ও বাপ্পা মজুমদার, উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা কার্তিক পাল ও প্রফুল্ল বর্মন, দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন বিধায়ক সত্যেন রায়, জেলার তৃণমূল নেতা দেবাশিস মজুমদার, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল মিশ্র, উত্তর ২৪ পরগনার পানিহাটির কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পুরসভার বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, গুসকরা পুরসভার তৃণমূলের নেতা ও কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়, পুরুলিয়ার তৃণমূল নেতা গৌতম রায়, হুগলি জেলা পরিষদের অধ্যক্ষ সমীরণ মিশ্র, ডানকুনি পুরসভার উপ পুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায়, হুগলি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত, হুগলি জেলার তৃণমূল নেতা গৌতম মাঝি।
তালিকায় রয়েছে তৃণমূলের ৬ জন সংখ্যালঘু নেতা। তাঁরা হলেন, অধ্যাপক ওইদুল হক, হুলগির প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান, হুগলির তৃণমূল নেতা আলমগির মোল্লা, তৃণমূলের সংখ্যালঘু সেলের পদত্যাগী সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, বীরভূমের তৃণমূল নেতা কারম হোসেন খান।
এছাড়াও রয়েছেন মেদিনীপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রণব বসু, পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদ সদস্য অমূল্য মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলারজেলা পরিষদ সদস্য রমাপ্রসাদ গিরি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উপাধ্যক্ষ কাবেরী চট্টোপাধ্যায়, তৃণমূলের কৃষক সেলের জেলা সভাপতি দুলাল মণ্ডল, পশ্চিম মেদিনীপুর তৃণমূলের সাধারণ সম্পাদক স্নেহাশিস চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা আকাশদীপ সিনহা, ঝাড়গ্রামের তৃণমূল নেতা তন্ময় রায়, দঃ ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য রঞ্জন বৈদ্য, কাকদ্বীপের জেলা পরিষদ সদল্য দেব মহাপাত্র এবং পূর্ব মেদিনীপুর তৃণমূলের সাধারণ সম্পাদক সুকুমার দাস।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

