Monday, November 17, 2025
কলকাতা

তৃণমূলে যোগ দিলেন সৌরভ দাস

কলকাতা: বিধানসভা ভোটের আগে জমজমাট রাজ্য রাজনীতি। এবার তৃণমূলে যোগ দিলেন অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। শুক্রবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি।

তৃণমূলে যোগ দিয়ে সৌরভ দাস বলেন, আমার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের হাত আছে। এতদিন মূল স্রোতে রাজনীতি করিনি। এবার করব। এরপরই ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি। সৌরভ বলেন, মানুষের জন্য কাজ করতে চাই আমি। তার বিশ্বাস, মন থেকে কাজ করলেই সাফল্য মেলে। সেই বিশ্বাস থেকেই মানুষের পাশে দাঁড়াতে চাই।

সৌরভ দাস বলেন, আমি জানি আমি কিসের জন্য আজকে এখানে বসে আছি। ছোটবেলা থেকেই মানুষের ভালো করার কথা ভাবতাম। বাবার থেকে শিখেছি সেটা। কখনও ভাবিনি এমন একজন মানুষের মাথায় হাত পাব। মাননীয়া মুখ্যমন্ত্রী আমার অনুপ্রেরণা। এটা সবাই জানে। আজকে সেই মানুষটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অনেকে ভেবেছেন আমি এর জন্য কৃতজ্ঞ।

পাশাপাশি, এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নিউটন মজুমদার। এদিন তৃণমূল ভবনে এসে ঘাসফুল শিবিরে নাম লেখান তিনি। নিউটন বলেন, বিজেপি অনিয়ম ও দুর্নীতিতে ভরে গিয়েছে। তাই রাগে-ক্ষোভে দল ছাড়ছেন তিনি। পাশাপাশি, তাকে পদ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। নিউটন বলেন, গত বিধানসভা নির্বাচনে আমি প্রার্থী, অথচ এই পাঁচ বছরে আমাকে কোনও পদ দেওয়া হয়নি। কোনও মিটিং, মিছিলে আমাকে ডাকা হয়নি। অথচ টাকার বিনিময়ে অযোগ্য মানুষদের দলে পদ দেওয়া হয়েছে।