বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাজীব, বিজেপিতে যোগ দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা মাত্র
কলকাতা: শুক্রবার বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই ‘বেসুরো’ ছিলেন তিনি। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এদিন মন্ত্রী পদে ইস্তফা দিলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার আগে রাজীবের এই ইস্তফা জল্পনা উস্কে দিল। সূত্রের খবর, রাজীবের বিজেপিতে যোগ দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল ছেড়ে পাকাপাকিভাবে খুব শ্রীঘ্রই গেরুয়া শিবিরে যোগ দেবেন রাজীব।
রাজীব বন্দ্যোপাধ্যায় পদত্যাগপত্রে লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রিত্ব ছাড়লাম। দুঃখের সঙ্গে আপনাকে সিদ্ধান্ত জানাচ্ছি। রাজ্যের মানুষের সেবার সুযোগ পেয়েছি। সেই সুযোগ আমাকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। রাজ্যপালকেও পদত্যাগের কপি পাঠিয়েছি। ইস্তফাপত্র গ্রহণ করলে বাধিত হব।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বন্ধুরা, মন্ত্রিত্ব ছাড়লাম। আপনারা সবাই আমার পরিবারের সদস্য। আপনাদের সমর্থনেই আমি কাজের জোর পেয়েছি। আশা করছি, ভবিষ্যতেও আপনাদের সেবা করতে পারব। আপনাদের সেবার জন্যই আমি রাজনীতিতে আছি।


