‘ভারত আমেরিকা সম্পর্ক আন্তর্জাতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ’, মন্তব্য ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূতের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, ‘ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আন্তর্জাতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আমেরিকার কৌশলগত অংশীদার। ভারতের আর্থিক বৃদ্ধি, সামরিক ক্ষমতা, ভৌগোলিক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে আমেরিকা অগ্রাধিকার দেবে।
সার্জিও গোর এই প্রসঙ্গে সামরিক মহড়ার কথা ঘোষণা করেন। এছাড়া কৃত্তিম বুদ্ধিমত্তা থেকে ঔষধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত আমেরিকা সহযোগিতা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।


