Wednesday, October 9, 2024
রাজ্য​

ক্যানিংয়ে কয়েকশো বিঘা জমিতে সন্দীপ ঘোষের বিলাসবহুল ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’-র সন্ধান মিললো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের শান্তিনিকেতনের ‘অপা’র কথা মনে আছে নিশ্চয়ই। এবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিলাসবহুল ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’-র খোঁজ মিললো ক্যানিংয়ের ২ নং ব্লকের নারায়ণপুরে। কয়েকশো বিঘা জমির উপর এই ভিলার খোঁজ মিলতেই তোলপাড় রাজ্য রাজনীতি। 

স্থানীয় সূত্রে খবর, বিলাসবহুল ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’-র মালিক আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 

বাড়ির কেয়ারটেকার জাকির লস্কর বলেন, ”সন্দীপবাবু মাঝেমধ্যেই ফ্যামিলি নিয়ে এখানে আসতেন। প্রায় দু’বছর আগে তিনি এই বাড়িটি তৈরি করেছেন।’

আরজি কর কান্ডে আর্থিক দুর্নীতিতে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। সন্দীপের বিরুদ্ধে সরকারি অর্থের অপচয়, ভেন্ডর নির্ধারণের ক্ষেত্রে স্বজনপোষণ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়ম, বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করা-সহ একাধিক অভিযোগ উঠেছে।