‘৩৭০ ধারা ইতিহাস হয়ে গেছে, আর কখনওই ফিরবে না’, হুঙ্কার অমিত শাহের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোটের আগে হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভূস্বর্গে ভোটের আগে দু’দিনের কাশ্মীর সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৩৭০ ধারা ইতিহাস হয়ে গেছে। এটা কখনোই আর ফিরবে না।’
অমিত শাহ বলেন, ‘৩৭০ ধারা পাথরবাজ এবং বিচ্ছিন্নতাবাদ প্রচারে জড়িত বন্দীদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আমি রাহুলকে জিজ্ঞাসা করতে চাই, তিনি এবং তাঁর দল কি জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ ফিরিয়ে আনতে চান?’
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর থেকে শুরু জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন শুরু হবে। তিন দফায় ভোটগ্রহণ হবে। ৮ অক্টোবর ফল প্রকাশ হবে।