‘আমরা পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদেরও ভারতের নাগরিক বলে মনে করি, আমাদের সঙ্গে যোগ দিন, আপন করে নেব’, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের আগে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার উপত্যকায় দাঁড়িয়ে রাজনাথ বলেন, ‘পাকিস্তান সরকার পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ‘বিদেশি’ বলে। তবে তাদের ভারত নিজেদের দেশের নাগরিক মনে করে। ওরা আমাদের দেশের নাগরিক। ওরা আসুক, আমাদের সঙ্গে যোগ দিক, আমরা আপন করে নেব। জম্মু-কাশ্মীরে সরকার গঠন হওয়ার পর পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতে আসতে চাইবেন।’