Friday, March 21, 2025
Latestকলকাতা

আরজি কর কান্ডে তদন্তকারী অফিসারদের বিরুদ্ধেই এবার তদন্তের দাবি অভয়ার মা-বাবার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতির অভিযোগ তুলে সিবিআই প্রধান প্রবীণ সুদের দ্বারস্থ হলেন নিহত চিকিৎসকের মা-বাবা। তাঁদের দাবি, কলকাতা পুলিশের সঙ্গে আঁতাঁতের ফলে সিবিআই তদন্তকারী দল দোষীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে এবং যথাযথ তথ্যপ্রমাণ সংগ্রহের ক্ষেত্রে গাফিলতি দেখিয়েছে।

বৃহস্পতিবার দিল্লিতে সিবিআই অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা এ সংক্রান্ত একটি অভিযোগপত্র জমা দেন। সেই চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সিবিআই গোড়া থেকেই কেবল কলকাতা পুলিশের দেওয়া তথ্যের উপর নির্ভর করেছে, নিজস্ব উদ্যোগে নতুন তথ্যপ্রমাণ সংগ্রহের কোনো তাগিদ দেখায়নি। এর ফলে অপরাধে জড়িত অন্যান্য ব্যক্তিরা ধরা-ছোঁয়ার বাইরেই থেকে গিয়েছে।

সিবিআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি

অভয়ার মা-বাবা সিবিআই প্রধানের কাছে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, তদন্তে যুক্ত সিবিআই আধিকারিক সীমা পাহুজা ও তাঁর টিম যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখেননি। বিশেষ করে, তথ্যপ্রমাণ লোপাটের সম্ভাবনাকে উপেক্ষা করা হয়েছে বলে তাঁদের অভিযোগ।

তাঁরা আরও বলেন, অক্টোবরের গোড়ায় সিবিআই প্রাথমিক চার্জশিট দাখিল করলেও, অতিরিক্ত চার্জশিট দেওয়ার প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। চার মাস পেরিয়ে গেলেও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না দেওয়ায় তদন্তের অনেক গুরুত্বপূর্ণ দিক আজও অন্ধকারেই রয়ে গেছে।

বৃহত্তর ষড়যন্ত্র ধামাচাপা দেওয়ার অভিযোগ

নিহত তরুণী চিকিৎসকের মা-বাবার বিশ্বাস, এই ঘটনার নেপথ্যে শুধু অভিযুক্ত সঞ্জয় রায় একা ছিল না। তাকে সাহায্য করতে আরও কয়েকজনের সক্রিয় ভূমিকা ছিল। কিন্তু সিবিআই তদন্তের গাফিলতির কারণে সেই ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়নি। তাঁদের মতে, তদন্তের ত্রুটির কারণেই আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গিয়েছেন।

পরিবারের বক্তব্য, সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করত, তাহলে বৃহত্তর ষড়যন্ত্র আদালতে প্রতিষ্ঠিত করা যেত এবং দোষীরা শাস্তির মুখোমুখি হতো।

সিবিআইয়ের অবস্থান নিয়ে প্রশ্ন

এই ঘটনায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই সিবিআই যথেষ্ট তথ্যপ্রমাণ সংগ্রহে ব্যর্থ হয়ে থাকে, তাহলে এটি তদন্তের গুরুতর ব্যর্থতা। সিবিআই প্রধান এই অভিযোগগুলিকে কীভাবে দেখেন এবং কোনো বিভাগীয় তদন্ত শুরু হয় কিনা, তা এখন দেখার বিষয়।

অন্যদিকে, অভয়ার পরিবার ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁরা চান, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক