Tuesday, March 25, 2025
FEATUREDLatestরাজ্য​

‘ভূতুড়ে ভোটার’ খুঁজতে বাড়ি বাড়ি অভিযান তৃণমূলের 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন— নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে ‘ভূতুড়ে ভোটার’ বা ভুয়ো ভোটারদের খুঁজে বের করতে হবে যুদ্ধকালীন তৎপরতায়। তাঁর এই নির্দেশ পেয়েই নড়েচড়ে বসেছে তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা।

শনিবার থেকেই কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ভবানীপুরের বাড়ি বাড়ি গিয়ে এই কাজ শুরু করবেন। মমতার নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই কাজ শুরু হবে বলে জানা গেছে। তৃণমূল সুপ্রিমোর কড়া মনোভাব বুঝেই রাজ্যজুড়ে দলীয় নেতা-কর্মীরা বৈঠক ডেকে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

তৃণমূলের জেলায় জেলায় বৈঠক, দ্রুত কাজ শুরুর নির্দেশ

গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিশেষ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা-কর্মীদের ‘আরও জোরে বল মারতে’ নির্দেশ দেন। এরপর রাতেই ভবানীপুরের আটজন কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসেন তিনি। সেখানেই স্পষ্ট করে দেন, ‘ভূতুড়ে ভোটার’ তালিকা থেকে বাদ দেওয়া তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এরপর থেকেই বিভিন্ন জেলার তৃণমূল নেতারা নিজেদের জেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তোড়জোড় শুরু করেছেন।

উত্তর ২৪ পরগনায় শুক্রবারই মধ্যমগ্রামের জেলা পার্টি অফিসে তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, দেগঙ্গার বিধায়ক রহিমা বিবি-সহ অন্যান্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন। শনিবার বীরভূমেও অনুব্রত মণ্ডল ও কাজল শেখদের নিয়ে বৈঠক হবে। একইদিনে মালদায়ও গুরুত্বপূর্ণ বৈঠক বসবে, যেখানে জেলার সব বিধায়ক, সাংসদ এবং জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন।

তৃণমূল সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার ও বুধবারের মধ্যে রাজ্যের প্রতিটি জেলায় এই ইস্যুতে বৈঠক শেষ করবে দল। পাশাপাশি, রাজ্যস্তরে গঠিত ৩৬ জনের বিশেষ কমিটিও শিগগিরই বৈঠকে বসবে।

‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে সতর্ক বিজেপিও

তৃণমূলের এই উদ্যোগের পাল্টা পদক্ষেপ নিচ্ছে বিজেপিও। দলীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূল যাতে এই ইস্যুকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। বিজেপির একাংশের দাবি, তৃণমূল এই বিষয়টিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের বিরুদ্ধেই রাজনৈতিক কৌশল আঁটতে পারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন বিতর্ক

এর মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে তিনি দাবি করেন, ‘‘বাজারে গুজব রটানো হচ্ছে যে আমি নাকি বিজেপিতে যাচ্ছি! কিছু সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে এই প্রচার চালাচ্ছে।’’

তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। বিজেপির একাংশ মনে করছে, এটি অভিষেকের রাজনৈতিক চাল, যাতে তৃণমূলের কর্মীদের একজোট রাখা যায়।

ভোটের লড়াই জমে উঠছে

২০২৬ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যের রাজনীতি ততই উত্তপ্ত হচ্ছে। ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই নিজেদের অবস্থান দৃঢ় করতে মাঠে নেমেছে। আগামী কয়েক মাসে এই বিতর্ক আরও গভীর হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান।