ট্রেন যাত্রায় একঘেয়েমি দূর করতে লোকাল ট্রেনে বাজবে রবীন্দ্র সংগীত
কলকাতা: ট্রেন যাত্রায় একঘেয়েমি দূর করতে নয়া উদ্যোগ নিল পূর্ব রেল। এবার থেকে লোকাল ট্রেনের সমস্ত কামরায় বাজবে রবীন্দ্র সংগীত (Rabindra Sangeet) এবং যন্ত্র সংগীত। জানা গিয়েছে, যাত্রী সুবিধা বাড়ানোর জন্য হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনে রবীন্দ্র সংগীত এবং যন্ত্র সংগীত বাজানোর পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। আপাতত পরীক্ষামূলকভাবে ৮টি কামরায় গান বাজাবে।
পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ডিআরএম সঞ্জয় কুমার সাহা জানিয়েছেন, অত্যন্ত ভিড় ট্রেনে মানুষের মনোরঞ্জনের তেমন কোনও উপায় নেই। দীর্ঘ রেল যাত্রায় মানুষ এক প্রকার বিরক্ত হন। মোবাইল ঘাঁটা ছাড়া আর কিছুই উপায় থাকে না। কখনও কখনও যাত্রীরা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। লোকাল ট্রেনের প্রতিটি কামরায় অ্যানাউন্স সিস্টেম আছে। তাতেই বাজবে গান। এতে যাত্রীদের মনোরঞ্জন হবে সেই সাথে দীর্ঘ ট্রেন যাত্রায় একঘেয়েমি দূর হবে।
পূর্ব রেলের এই সিদ্ধান্তে বেজায় খুশি নিত্যযাত্রীরা। তাঁরা জানিয়েছেন, করোনা আবহে রেলের এই ধরনের প্রয়াস কান ও মনের পক্ষে স্বাস্থ্যকর। অবসাদ কাটাতে সাহায্য করবে রেলের এই সিদ্ধান্ত। এদিকে, রেলের এই সিদ্ধান্তেও রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছে রাজ্যের শাসকদল। তাঁদের প্রশ্ন বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিল পূর্ব রেল? যদিও সেসবে আমল দিতে নারাজ বিজেপি।
এ প্রসঙ্গে হাওড়া জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা বলেন, এটা রেলের তরফে নেওয়া ভালো একটি উদ্যোগ। তৃণমূল তো সবকিছুতেই রাজনীতি দেখে। পাশাপাশি, তাঁর অভিযোগ, কেন্দ্রের বিভিন্ন জনমুখী প্রকল্প নিজেদের বলে চালাচ্ছে তৃণমূল।


