‘আকবর ছিলেন একজন ধর্ষক! পাঠ্যপুস্তকে তাকে মহান ব্যক্তিত্ব হিসেবে পড়ানো হবে না’, ঘোষণা রাজস্থানের শিক্ষামন্ত্রীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘মুঘল সম্রাট আকবর ছিলেন একজন ধর্ষক। তাকে আর স্কুলের পাঠ্যপুস্তকে মহান ব্যক্তি হিসেবে তুলে ধরা হবে না।’ এমনটাই মন্তব্য করলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার। এর ফলে পাঠ্যপুস্তকে পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজস্থানের শিক্ষামন্ত্রী বলেন, ‘মহারানা প্রতাপ মেওয়ারের মর্যাদা রক্ষার জন্য সবকিছু ত্যাগ করেছেন। তাঁকে মহান হিসেবে মর্যাদা দেওয়া হয়নি। কিছু বইতে সাভারকারকে দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করা হয় না। আর আকবরকে মহান মানুষ হিসাবে দেখানো হয়। শিবাজিকে পাহাড়ি ইঁদুর বলে দেখানো হয়। মহারানা প্রতাপের ভূমিকা আকবরের ক্ষমতায় ঢাকা পড়ে যায়। এটা করা যাবে না। এটার বদল দরকার।’