Thursday, November 13, 2025
দেশ

রাম মন্দির নির্মাণে ৫ লাখ ১০০ টাকা অনুদান দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

অযোধ্যা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দির নির্মাণের কাজ। রাম মন্দির ট্রাস্টে অনুদান দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind)। আজ থেকে সারা দেশ জুড়ে রাম মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহের কাজ শুরু হয়েছে। সর্বপ্রথম অনুদান দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার ৫ লাখ একশো টাকা অনুদান দেন রাষ্ট্রপতি।

আজ থেকে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও বিশ্ব হিন্দু পরিষদ গোটা দেশে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছে। নাম রেখেছে শ্রী রাম মন্দির ধন সংগ্রহ অভিযান। প্রায় দেড় মাস চলবে এই অভিযান। দেশের প্রায় ১৩ কোটি পরিবারের কাছে পৌঁছানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অর্থ সংগ্রহের এই অভিযান।

এই দেড় মাসে দেশের কোটি কোটি মানুষের কাছে গিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের অর্থ সংগ্রহ করবে বিশ্ব হিন্দু পরিষদের স্বেচ্ছাসেবকরা। ১০ টাকা, ১০০ টাকা ও ১০০০ টাকা মূল্যের কুপন মানুষের হাতে তুলে দেওয়া হবে। সর্বপ্রথম এদিন কুপন নিয়ে যাওয়া হয় রাষ্ট্রপতির কাছে। কুপনে রয়েছে অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের ছবি, ভগবান রামচন্দ্রের ছবি।

রাম মন্দির নির্মাণের জন্য যাঁরা অর্থ দান করবেন, তাঁদের এই কুপন দেওয়া হবে রসিদ হিসেবে।যাঁরা দু’হাজারের বেশি টাকা দেবেন, তাঁদের জন্য রয়েছে আলাদা ধরনের রসিদ। তাঁদের আয় কর দিতে হবে না। রাষ্ট্রপতির পর এবার যাওয়া হবে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর কাছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের সাধারণ নাগরিক- সবার কাছ থেকে তোলা হবে অর্থ।

উল্লেখ্য, রাম মন্দির নির্মাণ করতে ১১০০ কোটি টাকা খরচ হবে। ট্রাস্টের পক্ষ থেকে ১০ টাকা, ১০০ টাকা ও ১০০০ টাকার কুপন তৈরি করা হয়েছে। ১০০ টাকার কুপন ছাপানো হয়েছে ৮ কোটি। ১০ টাকার কুপন ছাপানো হয়েছে ৪ কোটি, ও ১০০০ টাকার কুপন ছাপানো হয়েছে ১২ লাখ। সারা দেশের রাম ভক্তদের থেকে অর্থ সংগ্রহ করে নির্মাণ করা হবে স্বপ্নের রাম মন্দির।