Tuesday, November 11, 2025
দেশ

‘কংগ্রেসের ইস্তেহারে ভারত ভাঙার মন্ত্রণা, মুসলিম লীগের ছাপ রয়েছে’, দাবি মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিনকয়েক পরেই লোকসভা ভোট। তার আগে দেশজুড়ে জোরকদমে প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কংগ্রেসের ইস্তেহার নিয়ে আক্রমণ শানালেন মোদী। তিনি দাবি করেন, ‘স্বাধীনতার সময় মুসলিম লিগ যে চিন্তাভাবনা করত, কংগ্রেসের ইস্তেহারে সেই ধরনের চিন্তাভাবনা প্রতিফলিত হয়েছে। কংগ্রেসের ঘোষণা পত্রে সম্পূর্ণভাবে মুসলিম লিগের ছাপ রয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মুসলিম লিগ মার্কা ইস্তেহারের সবকিছুই ইতিমধ্যে দখল করেছে বামপন্থীরা। আজ কংগ্রেসের কাছে আদর্শ বা নীতি কোনো কিছুই নেই। মনে হচ্ছে কংগ্রেস যেন সবকিছুই চুক্তি করে দিয়ে দিয়েছে। পুরো দলটিকে আউটসোর্স করতে হচ্ছে।’

দুর্নীতি প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধে মোদী দাবি করেন, ‘কংগ্রেস যেখানে, সেখানে উন্নয়ন থাকতে পারে না। গরিব, প্রান্তিক মানুষ, এবং যুবদের কথা ভাবে না কংগ্রেস। জনগণের টাকা লুট করাকে এরা পৈত্রিক অধিকার মনে করত। গত ১০ বছরে মোদী সরকার এই রোগের স্থায়ী নিরাময় করেছে।’

উল্লেখ্য, কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে মূলত পাঁচটি ন্যায়ে জোর দেওয়া হয়েছে। মহিলাদের জন্য ন্যায়, তরুণদের জন্য ন্যায়, কৃষকদের জন্য ন্যায়, শ্রমিকদের জন্য ন্যায়, সামাজিক ন্যায়। এই পাঁচটি ন্যায়ের অধীনে মোট ২৫টি গ্যারান্টির কথা বলেছে কংগ্রেস।