তৃণমূলকে মনে প্রাণে ঘৃণা করি, রাজনীতি ছেড়ে দেব কিন্তু তৃণমূলে নয়, ভুয়ো পোস্টের জবাবে বাবুল সুপ্রিয়
কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি। দলবদলের হিড়িক পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ‘ভুয়ো’ খবরও রটছে। এবার বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) নিয়ে তেমনই ভুয়ো খবর ছড়িয়েছিল ফেসবুকে। তিনি নাকি তৃণমূলে যোগ দিচ্ছেন। এই খবরের প্রেক্ষিতে মুখ খোলেন স্বয়ং বাবুল সুপ্রিয়ই।
নিজের ফেসবুকে তিনি জানিয়েছেন, এই পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। তাঁর অভিযোগ, এটি তৃণমূলের আইটি সেলের কাজ। ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা যাচ্ছে, এবিপি আনন্দ নিউজ চ্যানেলের টেলিকাস্টের স্ক্রিনশটে রয়েছে ওই খবরটি। বাংলা নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজে দাবি করা হয়েছে, বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিচ্ছেন।
বিধানসভা ভোটের প্রাক্কালে দলত্যাগের এই খবরে চাঞ্চল্য ছডিয়ে পড়ে। শুরু হয়ে যায় জোর চর্চা। এর পরেই আসলে নামেন বাবুল সুপ্রিয়। ফেসবুক পোস্টে তিনি সাফ জানান, এটা খুব ছড়াচ্ছে চারিদিকে – অবান্তর ফোনও আসছে প্রচুর! তৃণমূল কর্মীদের বলি, আরে ভাই, ফেক নিউজ যদি বানাতেই হয়ে তো একটু সাবধানে বানাও 🤡 এবিপি-র লোগো বদলে গেছে কয়েকদিন হলো!
বাবুল সুপ্রিয় আরও বলেন, আর শুনে রাখো, কঠিন শব্দে বলার জন্য মার্জনা করো, কিন্তু সত্যি হলো #TMC দলটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি !! রাজনীতি ছেড়ে দেবো কিন্তু টিভিতে এই হেডিং কখনো হতে দেবনা !! 2021-এ বাংলার মানুষের সাহায্যে এই #TMছিঃ সরকারকে) দূর আরব সাগরে (যাতে আর বাংলার ধার কাছে ফিরে না আসতে পারে) না ফেলা অবধি খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারবো না!!

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

