আসছে ‘ওহ মাই গড ২’, পরেশ রাওয়ালের এর বদলে থাকছে পঙ্কজ ত্রিপাঠী
মুম্বাই: জানুয়ারিতে যখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল তখন ঘোষণা করা হয় ছিল ‘ওহ মাই গড ২’ মুভির কথা। এই বছরের এপ্রিল মাসে মুভিটির সুটিংয়ের কথা ছিল কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার কারণে গোটা দেশে বন্ধ মুভির সুটিং।
‘ওহ মাই গড ২’ ছবিটির পরিচালক উমেশ শুক্লা। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ওহ মাই গড’। ছবির মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালকে। কিন্তু ‘ওহ মাই গড ২’ সুপারহাটি জুটি অক্ষয় এবং পরেশ রাওয়ালকে একসঙ্গে পর্দায় দেখতে পাবে না দর্শক।
সূত্রের খবর, এই ছবি থেকে বাদ পড়ে গিয়েছেন পরেশ। তাঁর পরিবর্তে ‘ওহ মাই গড-২’তে থাকছেন পঙ্কজ ত্রিপাঠী। গত কয়েক মাস ধরে ছবি নির্মাতা সংস্থার তরফে কথাবার্তা চলছিল পঙ্কজের সঙ্গে। শেষপর্যন্ত রাজি হয়েছেন ত্রিপাঠি। সেপ্টেম্বর মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা। দু’মাসের মধ্যে শেষ হয়ে যাবে শুটিং।
প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে, গোটা টিম শুটিংয়ের সম্ভাব্য স্থানগুলি খোঁজ করছে, সেট ডিজাইন এবং গোটাটাই করছে একেবারে করোনা বিধি মেনে। অক্টোবরের মাসের মধ্যেই ছবিটির সব কাজ শেষ করা হবে।
এটি পঙ্কজ ত্রিপাঠি এবং অক্ষয় কুমারের দ্বিতীয় ছবি হতে চলেছে। সম্প্রতি সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত এবং ফরহাদ সমঝি পরিচালিত ‘বচ্চন পান্ডে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুই অভিনেতা। ‘ওহ মাই গড ২’ ফিল্ম সংক্রান্ত গোটাটাই নিশ্চিত হয়ে গিয়েছে এবং বিষয়গুলো বেশ তাড়াতাড়ি এগোবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, হলিউডের বিখ্যাত ছবি The Man Who Sued God-এর থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে ‘ওহ মাই গড’ সিনেমা। প্রথম পার্টে মুখ্যভূমিকায় দেখা গেছিল অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালকে। দর্শকদের মন ছুয়ে গিয়েছিল। পাশাপাশি, বক্স অফিসেও ব্যাপক সাফল্য পেয়েছিল। সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছিল। স্বাভাবিকভাবেই এবার ‘ওহ মাই গড ২’ দেখার জন্য অধীর আগ্রহে দর্শকরা।