‘লোকসভা ভোটে তৃতীয় ফ্রন্টের কোনও সম্ভাবনাই নেই’, সাফ জানালেন নবীন পট্টনায়ক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৪ সালের লোকসভা ভোট উপলক্ষে তৃতীয় ফ্রন্ট তৈরির কোনও সম্ভাবনাই নেই। আর লোকসভা ভোটে তাঁর দল বিজেডি বরবারের মতই এককভাবে লড়বে। বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ২৫ মিনিটের বৈঠকের পর একথা জানালেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
বিজেডি সুপ্রিমো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে বলেন, ‘এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি। মূলত রাজ্যের নানা প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে।’
এদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তৃতীয় ফ্রন্ট নিয়ে নবীন পট্টনায়কের এহেন মন্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল।

