‘রঘুপতি রাঘব রাজা রাম’ গানের সঙ্গে নাচলেন নীতা আম্বানি, দেখুন ভিডিও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার রামনবমীতে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের (NMACC) উদ্বোধনী অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠানে পারফর্ম করেন নীতা আম্বানি (Nita Ambani)। উদ্বোধনী অনুষ্ঠানে ‘রঘুপতি রাঘব রাজা রাম’ (Raghupati Raghava Raja Ram) গানের সঙ্গে নাচতে দেখা যায় নীতাকে। রাম নবমী পুজো করে নাচেন নীতা।

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের অফিসিয়াল অ্যাকাউন্টে রঘুপতি রাঘব রাজা রামের সঙ্গে নীতা আম্বানির নাচের একটি ভিডিও শেয়ার করা হয়েছে।


তার মুদ্রা থেকে মুখের অভিব্যক্তি, নীতা আম্বানির করুণ অভিনয় সকলের মন জয় করেছে। গায়িকা শ্রেয়া ঘোষাল, যিনি তার স্বামীর সাথে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, লিখেছেন, “একদম দর্শনীয়। কি একটি চমৎকার নৃত্য। এই দুর্দান্ত সংগীতের একটি ছোট অংশ হতে পেরে সম্মানিত।”