Wednesday, April 23, 2025
Latestআন্তর্জাতিক

পাকিস্তানের কোয়েটা বিমানবন্দরে ইসলামি প্রচারককে গুলি করে হত্যা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার রাতে পাকিস্তানের বালোচিস্তানের কোয়েটা বিমানবন্দরে ইসলামি প্রচারক এবং জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষস্থানীয় নেতা মুফতি আবদুল বাকি নুরজাইকে সশস্ত্র ব্যক্তিরা গুলি করে হত্যা করেছে। অজ্ঞাত বন্দুকধারীরা মুফতিকে লক্ষ্য করে বিমানবন্দরে হামলা চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন।

পুলিশ সূত্রে জানা গেছে, বন্দুকধারীরা হামলার পর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কে বা কারা এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পাকিস্তানের পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলি ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ: মূল সন্দেহভাজন আবু কাতাল

এই হত্যাকাণ্ডের পেছনে কোনো জঙ্গি সংগঠনের হাত আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে। এর মধ্যেই ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে লস্কর-ই-তৈবা জঙ্গি কার্যকলাপের নেতৃত্বদানকারী আবু কাতালের নাম নতুন করে উঠে এসেছে। আবু কাতাল একাধিক ছদ্মনামে পরিচিত ছিল—আলি, হাবিবুল্লাহ, নোমান এবং মহম্মদ কাসিম সহ আরও কয়েকটি নামে।

জম্মুতে সন্ত্রাসের ছক ও হামলার ইতিহাস

জম্মু অঞ্চলে, বিশেষ করে রিয়াসি ও রাজৌরি জেলায়, সাধারণ মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করে একের পর এক সন্ত্রাসী হামলার ছক কষেছিল আবু কাতাল।

২০২৩ সালের ১ জানুয়ারি: ডাংরি গ্রামে সন্ত্রাসী হামলায় পাঁচজন নিরীহ নাগরিক নিহত হয়। হামলাকারীরা পালানোর সময় একটি আইইডি রেখে যায়, যা বিস্ফোরণে দুই নাবালকের মৃত্যু ঘটে।

২০২৪ সালের ৯ জুন: জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় তীর্থযাত্রী ভর্তি একটি বাস খাদে পড়ে যায়, সন্ত্রাসী হামলার কারণে। এতে ৯ জন নিহত এবং ৪১ জন আহত হয়।

জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) চার্জশিট

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এনআইএ আবু কাতাল সহ আরও চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। অভিযুক্তদের মধ্যে লস্কর-ই-তৈবার তিন পাকিস্তানভিত্তিক হ্যান্ডলারও অন্তর্ভুক্ত ছিল। আবু কাতাল সীমান্তের ওপার থেকে লস্কর-ই-তৈবা জঙ্গিদের নিয়োগ ও মোতায়েনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

পাকিস্তানের কোয়েটা বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে এই ধরনের হামলা নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি তুলে ধরেছে। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরে লস্কর-ই-তৈবার কার্যকলাপের পুনরুত্থান নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য ব্যাপক তদন্ত চালাচ্ছে।