Tuesday, November 18, 2025
রাজ্য​

এবার বিদ্রোহ ঘোষণা করলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য

সিঙ্গুর: আসন্ন বিধানসভা ভোটের আগে একের পর এক নেতা দলত্যাগে বিপাকে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বৃহস্পতিবার তিনি বলেন, দল তাঁর মনোনীত ব্যক্তিকে ব্লক সভাপতি না করলে কঠিন পদক্ষেপ নিতে পারেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, তৃণমূলে সৎ লোকের দাম নেই।

এদিন নিজের বাড়িতে অনুগামীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, আমরা গোবিন্দ ধারাকে ব্লক সভাপতি হিসেবে মানতে পারছি না, মানবো না। তিনি বলেন, জেলার সব ক্ষেত্রে বিধায়কদের পরামর্শে সাংগঠনিক পদ করা হয়েছে। আমি চার বারের বিধায়ক, অথচ আমার মতামত নেওয়া হয়নি। পছন্দমতো লোক বসিয়ে দেওয়া হয়েছে। আমাকে অপমান করা হয়েছে।

মাস দেড়েক আগেই এই অভিযোগ করেছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তখন তিনি বলেছিলেন, লড়াকু কর্মীরা খেটে দলের পরিস্থিতি ফিরেয়েছিলেন, তাঁদের সরিয়ে পিকের টিমের রিপোর্টের ভিত্তিতে নতুন কমিটিতে দুর্নীতিগ্রস্তদের বসানো হয়েছে। যদি দলের শীর্ষ নেতৃত্ব পরিবর্তন না করে, তাহলে দল পরিবর্তন করতে পারি।

সিঙ্গুরের মাস্টারমশাইয়ের আরও অভিযোগ, দল নিযুক্ত ব্লক সভাপতি দুর্নীতিতে ডুবে রয়েছেন। নসিবপুর গ্রামে তৃণমূল বরাবরই এগিয়ে থাকত। সেখানে দায়িত্ব পাওয়ার পরে ওই নেতার অধীনে দল পিছিয়ে পড়েছে। তাঁর অভিযোগ, অসৎরা দলে ক্ষমতায় বসছে।