ওয়াকফ আইন নিয়ে বুধবার ইমামদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওয়াকফ (সংশোধনী) আইন ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনার আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি ইমাম-মোয়াজ্জিন ও সমাজের বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন। আগামী ১৬ এপ্রিল, বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নবান্ন সূত্রে খবর।
এই বৈঠকে ওয়াকফ আইন নিয়ে ধর্মীয় নেতারা কী আপত্তি তুলছেন, সেগুলি সরাসরি শুনবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে তুলে ধরার সম্ভাবনাও রয়েছে। সংশোধিত ওয়াকফ আইন কেন্দ্রীয় সরকার তৈরি করলেও, তার প্রভাব রাজ্যে পড়তে শুরু করায় মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিচ্ছেন বলে মনে করা হচ্ছে।
এদিকে এই আইন ঘিরে রাজ্যের একাধিক জায়গায় অশান্তি ছড়িয়েছে। শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি। সেখানকার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের ওপর বোমা ও ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। আহত হন একাধিক পুলিশকর্মী। এমনকি বিক্ষোভকারীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে। পাল্টা পুলিশের বিরুদ্ধেও গুলি ছোড়ার দাবি করেছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই স্পষ্ট জানানো হয়েছে, এই আইন রাজ্যে কার্যকর হবে না। মুখ্যমন্ত্রী নিজেও আগেই এক্স হ্যান্ডলে বার্তা দিয়ে বলেন, “যে আইন নিয়ে উত্তেজনা, সেটি কেন্দ্রীয় সরকার এনেছে। রাজ্য এই আইন সমর্থন করে না এবং রাজ্যে তা লাগুও হবে না।”