Wednesday, April 17, 2024
কলকাতা

১০৫ শতাংশ ডিএ দিচ্ছি, আর কত চাই: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বকেয়া ডিএ নিয়ে রাজ্যে আন্দোলন জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে ডিএ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”১০৫ শতাংশ ডিএ দিচ্ছি, আর কত চাই, কত হলে সন্তুষ্ট হবেন?”

সোমবার বিধানসভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় কর্মচারীদের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পে স্কেল আলাদা। ১০৫ শতাংশ ডিএ দিচ্ছি, আর কত চাই, কত হলে সন্তুষ্ট হবেন? এর থেকে বেশি ডিএ দিতে পারব না। আমায় পছন্দ না হলে আমার মুণ্ড কেটে নিন!”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “দেশের কোনও রাজ্য এখন অবসরপ্রাপ্তদের পেনশন দেয় না। আমরা দিই। তাহলে কি পেনশন বন্ধ করে দেব? ২০ হাজার কোটি টাকা বেঁচে যাবে। ওটা দিয়ে ডিএ দিতে পারব।”