Thursday, April 25, 2024
কলকাতা

তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মুসলিমরা? ৫ সংখ্যালঘু নেতার সঙ্গে জরুরি বৈঠকে মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সদ্যসমাপ্ত সাগরদিঘি উপনির্বাচন অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাস। তিনি পেয়েছেন ৪৭.৩৫ শতাংশ ভোট। তৃণমূল পেয়েছে ৩৪.৯৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ১৩.৯৪ শতাংশ ভোট। বাইরণের পেয়েছেন ৮৭৬৬৭টি ভোট। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৬৪৬৮১টি ভোট। আর বিজেপি প্রার্থী দিলীপ সাহা পেয়েছেন মাত্র ২৫৮১৫টি ভোট। এরপরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, “সংখ্যালঘুরা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।”

সত্যিই কি তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মুসলিমরা? বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য দলের পাঁচ সংখ্যালঘু নেতাকে নিয়ে সোমবার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ কমিটি গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী। তাড়াতাড়ি সাগরদিঘি হারের কারণের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এদিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক হয়। তারপরে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সংখ্যালঘু প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী ও জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে ডেকে পাঠান নিজের ঘরে।