Wednesday, October 9, 2024
দেশ

কড়া শাস্তি, নাবালিকা ধর্ষণে অভিযুক্তর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল মধ্যপ্রদেশ সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার নাবালিকা গণধর্ষণে অভিযুক্ত একজনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল মধ্যপ্রদেশ প্রশাসন। অভিযোগ, মধ্যপ্রদেশের সাতনা জেলার শারদা দেবী মন্দির চত্বরে এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছিলেন ওই ব্যক্তি।

বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয়ে যান নির্যাতিতা ওই নাবালিকা। শুক্রবার সকালে ওই নাবালিকাকে মন্দির চত্বর থেকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। 


এরপর মেডিকেল পরীক্ষার জন্য নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। জানা গেছে, দু’জন ব্যক্তি মিলে ধর্ষণ করেছে নাবালিকা ওই মেয়েটিকে। অভিযুক্তের মধ্যে একজনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন।

১১ বছর বয়সী নির্যাতিতা নাবালিকার অবস্থা এখনও গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে। 

ইন্সপেক্টর (টিআই) অনিমেষ দ্বিবেদী জানিয়েছেন, অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে। অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, নাবালিকা মেয়েটি যখন মন্দির থেকে জল নিতে যাচ্ছিল তখন তারা তাকে বাঁধা দেয়। তারা তাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপরে, অভিযুক্ত তাকে একাধিকবার কামড় দেয় এবং নির্যাতিতার গোপনাঙ্গে একটি কাঠ ঢুকিয়ে দেয়। পরে নির্যাতিতাকে তার পরিবারের সদস্যরা শোচনীয় অবস্থায় দেখতে পান।

অভিযুক্ত রবি চৌধুরী এবং অতুল ভাদোলিয়ার বিরুদ্ধে IPC ধারা 376 (ধর্ষণ), 376DB (১২ বছরের কম বয়সী মহিলার উপর গণধর্ষণ), 366A (একটি নাবালিকাকে সংগ্রহ করা), 323 (স্বেচ্ছায় আঘাত করা), 324 (স্বেচ্ছায় আঘাত করা) এর অধীনে মামলা করা হয়েছে। বিপজ্জনক অস্ত্র বা উপায় দ্বারা আঘাত করা), 34 (সাধারণ উদ্দেশ্য), এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (POCSO) আইনের প্রাসঙ্গিক বিধান।

এদিকে, এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পুলিশকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং নির্যাতিতাকে সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন।