Sunday, September 15, 2024
কলকাতা

কলকাতায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, মৃতের সংখ্যা বেড়ে ৬

কলকাতা ট্রিবিউন ডেস্ক: খাস কলকাতায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ফের শুক্রবার দুপুরে মৃত্যু হলো ঠাকুরপুকুর বাখরাহাট রোডের বাসিন্দা অনিমা সর্দারের। এর আগে সোমবার নদিয়ার হাঁসখালির গোরাপোতা গ্রামের ১১ বছরের কিশোরের মৃত্যু হয়েছিল NRS হাসপাতালে। যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬। 

ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ডেঙ্গু মোকাবিলা করতে পুরসভার তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফিরহাদ হাকিম জানান, ‘শহরের বহু বাড়ি তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। সেখানে সাফাইকর্মীরা সহজে ঢুকতে পারছে না। বহু জমির মালিককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব পরিত্যক্ত জমিতে মানুষজন ময়লা ফেলছেন। যার ফলে এইসব জায়গা থেকে মশার উপদ্রব বাড়ছে। কলকাতা পুরসভা পরিস্থিতি মোকাবিলার জন্য একাধিক ব্যবস্থা নিচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলাতেও ডেঙ্গি ছড়িয়ে পড়ছে। জেলা প্রশাসনকেও ডেঙ্গি নিয়ে সচেতন থাকতে বলা হয়েছে।’

ডেঙ্গু প্রতিরোধে করণীয়:

১. রাতে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমান। দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। তাই সর্বক্ষণ মশা তাড়ানোর জন্য All Out, গুডনাইট জাতীয় স্প্রে অথবা অন্য পদ্ধতি ব্যবহার করুন।

২. কোথাও জল জমতে দেবেন না। যাতে মশারা তাতে ডিম পাড়তে পারে‌।

৩. বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করুন, মোজা পরুন।

৪. জানালায় নেট লাগান অথবা দরজা-জানালা বন্ধ করে রাখুন।

৫. বাড়িতে এয়ারকন্ডিশন থাকলে ব্যবহার করুন।

৬. ডেঙ্গুর লক্ষণ থাকলে বিলম্ব না করে তড়িঘড়ি ডাক্তার দেখান