‘প্রয়োজনে যোগীর থেকে বুলডোজার ভাড়া করুন’, কলকাতায় বেআইনি নির্মাণ ইস্যুতে বিচারপতি গঙ্গোপাধ্যায়
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের ‘বুলডোজার নীতি’। এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে যোগী সরকারের ‘বুলডোজার নীতি’।
শুক্রবার বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা পুরসভার আইনজীবীর উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “প্রয়োজনে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন।”
জানা গেছে, মানিকতলা থানা এলাকার বেআইনি নির্মাণের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক মহিলা। শুনানিতে মামলাকারীর আইনজীবী বলেন, ‘বেআইনি নির্মাণে বাঁধা দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁর মক্কেল। বাড়ি থেকে বের পর্যন্ত হতে পারছেন না।’ এ বিষয়ে শুনে অত্যন্ত বিরক্ত হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কলকাতা পুরসভা প্রয়োজনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে কিছু বুলডোজার ভাড়া নিতে পারেন।”