Saturday, July 6, 2024
দেশ

স্টিয়ারিং হাতে যাত্রী বোঝাই বাস চালাচ্ছে হনুমান, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড চালক

বেঙ্গালুরু: বাসের চালকের কোলে বসে বাসের স্টিয়ারিং ঘোরাচ্ছে এক হনুমান। আর চালকের আসনে বসা চালক নিয়ন্ত্রণ করছেন ব্রেক ও এক্সেলেরেটর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। ঘটনাটি ঘটেছে গত পয়লা অক্টোবর কর্নাটকের রাজ্য সরকারি পরিবহন নিগম বা কেএসআরটিসি-র বাসে।

ভাইরাল হওয়া ওই ফুটেজে দেখা যাচ্ছে, দেবনগরী থেকে ভরমসাগরগামী ওই সরকারি বাসের চালক যখন গিয়ার বদল করছিলেন, তখন তিনি একটি হনুমানকে কয়েক মুহূর্তের জন্য স্টিয়ারিং-এর নিয়ন্ত্রণ রাখতে দিয়েছিলেন। পেশাদার চালকের মতোই ঘোরাচ্ছে বাসের স্টিয়ারিং। এমন হাবভাব, যেন প্রতিদিনই সে বাস চালায়।

জানা গেছে, হনুমানটি বাসের এক নিত্যযাত্রীর। তিনি পোশায় শিক্ষক। বাসে উঠেই হনুমানটি চালকের সিটে বসে পড়ে এবং ১০ মিনিট মতো সময় বাস চালানোর নাটক করে। সেই কাণ্ডেরই ভিডিও তোলেন যাত্রীরা। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভিডিও ভাইরাল হতেই এভাবে যাত্রীদের প্রাণের ঝুঁকি নেওয়ার জন্য ওই চালককে সাসপেন্ড করেছে কেএসআরটিসি। তবে কেএসআরটিসি-র পদক্ষেপ এবং ফুটেজ নিয়ে দু’‌রকম প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনদের মধ্যে। একদল যখন আঁতকে উঠেছেন চালকের এহেন দায়িত্ব জ্ঞানহীন আচরণে, আরেক পক্ষের তখন মত, পশুপ্রেমী ওই চালককে শুধু সতর্ক করেই ছেড়ে দেওয়া হোক। তবে বিষয়টি নিয়ে একজন বিভাগীয় সিকিউরিটি ইন্সপেক্টরের দায়িত্বে অনুসন্ধানও শুরু হয়েছে। যদি চালকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ প্রমাণিত হয়, তবে তাঁর কপালে দুর্ভোগ রয়েছে।