আরজি কর হাসপাতালে মেডিক্যাল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর খুন? গ্রেফতার ১, জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড়। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল আরজি কর হাসপাতাল। অভিযোগ, ময়নাতদন্তের পরে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হচ্ছে না। প্রমাণ লোপাট করতেই কি এই সিদ্ধান্ত উঠছে প্রশ্ন।
এদিকে, এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সঞ্জয় রায়। জানা গেছে, ধৃত সঞ্জয় রায় হাসপাতালের কেউ নয়। তবে বহিরাগত ওই ব্যক্তির হাসপাতালে অবাধ যাতায়াত ছিল। শুক্রবার রাতে তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত। শনিবার ধৃতকে আদালতে তোলা হবে।
শুক্রবার রাতে বিক্ষোভকারী চিকিৎসকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ঘটনায় চূড়ান্ত ক্ষোভপ্রকাশ করেছেন মৃত ওই চিকিৎসকের বাবা। তিনি বলেন, ‘জানি না, আমায় মেয়েকে কোথায় নিয়ে গেল? ডেডবডিটা নিয়ে চলে গেল ওরা।’
তবে দেহ কোথায় নিয়ে যাওয়া হলো। কেন দেহ ‘লুট’ করা হলো? পুলিশ কি তদন্ত করতে ভয় পাচ্ছে? প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা চিকিৎসকরা। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি কলকাতা পুলিশ।