বাংলাদেশে ক্ষমতার পালাবদল, এর মধ্যেই আচমকা বঙ্গোপসাগরের অদূরে চিনের নজরদারি জাহাজ, উদ্বিগ্ন ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে ক্ষমতার পালাবদল ঘটেছে। এর মধ্যেই আচমকাই বঙ্গোপসাগরের অদূরে চিনের নজরদারি জাহাজের আনাগোনা। চিনের তিনটি নজরদারি জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। জাহাজগুলির নাম — শিয়াং ইয়াং হং ০৩, জোং শান ডা শু এবং ইউন ওয়াং ৭। এই ঘটনায় উদ্বিগ্ন ভারত।
জানা গেছে, কয়েক মাস ধরেই জাহাজগুলোর ভারত মহাসাগরে আনাগোনা করছিল। কিন্তু বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর আচমকাই ভারতীয় উপকূলের কাছাকাছি চলে এসেছে জাহাজগুলো।
আন্তর্জাতিক জলসীমায় থাকা ওই ৩টি নজরদারি জাহাজের পরবর্তী গন্তব্য বঙ্গোপসাগর কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। জাহাজগুলো বাংলাদেশের কোনো বন্দর বা পোতাশ্রয়ে ঘাঁটি গাড়ছে কিনা সে বিষয়েও উদ্বিগ্ন ভারত।