Monday, November 17, 2025
দেশ

অরুণাচলে জেডিইউর ছয় বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

ইটানগর: সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপির জোট সঙ্গী সংযুক্ত জনতা দল। এবার উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশে নীতীশ কুমারের দলকে বড় ধাক্কা দিল বিজেপি। শুক্রবার অরুণাচল প্রদেশের ৬ জন জেডিইউ বিধায়ক যোগ দিলেন গেরুয়া শিবিরে। উল্লেখ্য, অরুণাচল প্রদেশে জেডিইউ-র মোট সাতজন বিধায়ক ছিল। তার মধ্যে ছয়জনই পদ্মশিবিরে যোগ দিলেন।

বিজেপিতে যোগ দেওয়া ওই ৬ বিধায়ক হল- তালেম তাবো, হায়েং মাংফি, জিক্কে তাকো, দোরজি ওয়াংডি খার্মা, ডোংরু সিয়ংজু এবং কাংগং তাকু। দলবিরোধী কাজের জন্য গত নভেম্বরেই সিয়ংজু, খার্মা ও তাকোকে শোকজ করেছিল জেডিইউ। পরে তাঁদের সাসপেন্ডও করেছিল জেডিইউ। রাজ্য জেডিইউ প্রধানের সঙ্গে আলোচনা না করেই তালেম তাবোকে পরিষদীয় নেতা হিসাবে নির্বাচিত করেছিল তাঁরা। তার জন্যই তাঁদের সাসপেন্ড করা হয়েছিল।

ছয় জেডিইউ বিধায়কের গেরুয়া শিবিরে নাম লেখানো নিয়ে বিজেপি রাজ্য সভাপচি বিয়ুরাম ওয়াহগে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডুর নেতৃত্বে উন্নয়ণমূলক কর্মকাণ্ডে মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। তাই ওই ছয় জেডিইউ বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ১৫টি আসনে প্রার্থী দিয়েছিল জেডিইউ। এর মধ্যে ৭টি আসনে জয়ী হয় নীতীশ কুমারের দল। বিজেপি ৪১টি আসনে জয়ী হয়। অরুণাচলে জেডিইউ দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসে। কিন্তু এদিন ছয় বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৮। অন্যদিকে, জেডিইউয়ের বিধায়ক কমে হল এক। উল্লেখ্য, অরুণাচলে কংগ্রেস ও এনপিপির ৪জন করে বিধায়ক রয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।