Wednesday, April 23, 2025
Latestআন্তর্জাতিক

বড় সাফল্য, যৌথবাহিনীর অভিযানে খতম আইসিসের শীর্ষ নেতা আবু খাদিজা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইরাকের নিরাপত্তা বাহিনী ও আমেরিকার নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে আইসিস-এর অন্যতম শীর্ষ নেতা আবু খাদিজার মৃত্যু হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি শুক্রবার এ খবর নিশ্চিত করেন। আবু খাদিজা, যার আসল নাম আবদুল্লাহ মাকি মুসলেহ আল-রিফাই, আইসিসের এক অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং ইরাক ও সিরিয়ায় এই জঙ্গি সংগঠনের অপারেশনের মূল পরিকল্পনাকারী ছিলেন।

আবু খাদিজার মৃত্যু আইসিসের জন্য বড় ধাক্কা

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আবু খাদিজার মৃত্যু আইসিসের জন্য একটি বড় ধাক্কা। এই জঙ্গি নেতা দীর্ঘদিন ধরে আইসিসের হয়ে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে আসছিল। শুধু ইরাক নয়, গোটা বিশ্বে সে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হিসেবেই পরিচিত ছিল।

একাধিক শীর্ষ নেতা খতম

২০১৯ সালে আইসিস প্রধান আবু বকর আল-বাগদাদির মৃত্যুর পর থেকেই সংগঠনটির একাধিক শীর্ষ নেতা বিভিন্ন অভিযানে নিহত হয়েছেন। যদিও এসব অপারেশনের পরও পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকায় আইসিস তাদের প্রভাব বজায় রাখতে পেরেছে, তবে সাম্প্রতিক অভিযানে সংগঠনটির শক্তি আরও দুর্বল হবে বলে ধারণা করা হচ্ছে।

আইসিস এখনও শক্তিশালী 

ইরাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আবু খাদিজার মৃত্যু সাময়িকভাবে আইসিসকে দুর্বল করলেও সংগঠনটির পুরোপুরি পতন এখনো নিশ্চিত নয়। তবে এ ধরনের ধারাবাহিক অভিযানে তাদের কার্যক্রম সীমিত হয়ে আসবে।

পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা

বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ইরাক সরকারের এ ধরনের উদ্যোগ যে আরও জোরদার হবে, তা নিশ্চিতভাবেই বলা যায়।