দোলযাত্রার রঙে রঙিন ব্যবসা: দেশজুড়ে ৬০ হাজার কোটি টাকার ব্যবসা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বসন্ত উৎসব বা দোলযাত্রা মানেই রঙের খেলা, আবিরের উড়ান আর পিচকিরির রঙে ভিজে যাওয়ার আনন্দ। তবে শুধু মজাই নয়, রঙের এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বিশাল অঙ্কের ব্যবসাও। ‘কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’ (সিএআইটি)-এর মতে, এ বছর দোলযাত্রায় প্রায় ৬০ হাজার কোটি টাকার বেচাকেনা হতে পারে। এই বিপুল পরিমাণ অর্থনীতির চাকা ঘোরাবে এবং শেয়ার বাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রঙের উৎসব মানেই ব্যবসার রঙ
দোলযাত্রার আগে থেকেই বাজারে উৎসবের প্রস্তুতি তুঙ্গে। রাস্তার ধারে সারি সারি দোকানে রঙ-বেরঙের আবির, নানান ডিজাইনের পিচকিরি, ফুল, চন্দনকাঠ, শুকনো ফল এবং নানা ধরনের মিষ্টি বিকোচ্ছে। শুধু তাই নয়, হোলির বিশেষ আকর্ষণ হিসাবে ‘হ্যাপি হোলি’ লেখা টি-শার্ট, কুর্তা-পাজামা এবং সালোয়ার-কামিজের চাহিদাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
সিএআইটির মতে, গত বছরের তুলনায় এ বছর ২০ শতাংশ বেশি বিক্রি হবে। কারণ হিসেবে বলা হচ্ছে, এফএমসিজি (ফাস্ট-মুভিং কনজ়িউমার গুডস) পণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে।
চীনা পণ্য বর্জন, দেশীয় পণ্যের জয়জয়কার
গত কয়েক বছর ধরে ভারতীয় বাজারে চীনা পণ্য বর্জনের আন্দোলন চলছে। দোলযাত্রা উপলক্ষে সেই ধারা আরও বেগবান হয়েছে। ফলে দেশীয় আবির, ভেষজ রঙ এবং দেশীয় পিচকিরি বিক্রি আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। বিভিন্ন ধরনের উপহার সামগ্রী, প্রসাধনী, জামাকাপড়, শুকনো ফল এবং মিষ্টির চাহিদাও বেশ তুঙ্গে।
দাম বাড়লেও চাহিদার কমতি নেই
বাজারে কিছু পণ্যের দাম বাড়লেও উৎসবের আনন্দে তা প্রভাব ফেলতে পারেনি। ব্যবসায়ীদের মতে, দাম বাড়লেও মানুষের উৎসাহ এতটাই বেশি যে বিক্রি কমার কোনো লক্ষণ নেই। ছোট ব্যবসায়ী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির জন্য দোলযাত্রা বড় ধরনের সুযোগ এনে দিয়েছে।
রাজধানী দিল্লিতেই ৮০ হাজার কোটির বিক্রির সম্ভাবনা
বিশেষ করে রাজধানী দিল্লিতে দোলযাত্রাকে ঘিরে উৎসাহ ব্যাপক। শুধু দিল্লিতেই ৮০ হাজার কোটি টাকার রঙ খেলার সামগ্রী বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সিএআইটি-র সেক্রেটারি জেনারেল তথা বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল। তাঁর মতে, “রঙের উৎসব শুধুই আনন্দ নয়, অর্থনীতির গতিও বাড়ায়। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন।”
উৎসব ও অর্থনীতির মেলবন্ধন
দোলযাত্রা শুধু রঙের উৎসব নয়, এটি ভারতীয় অর্থনীতির জন্যও বড় সুযোগ। উৎসবকে কেন্দ্র করে ব্যবসায়িক চাঞ্চল্য বাড়ায় অর্থনীতির চাকাও গতি পায়। দেশের প্রান্তে প্রান্তে ব্যবসায়ীরা নতুন আশায় বুক বাঁধছেন, কারণ উৎসবের আনন্দে তাদের পকেটও ধীরে ধীরে ভরে উঠছে।
এই দোলযাত্রায় রঙের সঙ্গে মিশে আছে ব্যবসারও রঙ। দেশের অর্থনীতি এই উজ্জ্বলতার সঙ্গে আরও বিকশিত হবে, এমনটাই আশা সকলের।