পাকিস্তানে ইসলামিক দলের সমাবেশে আইএসের আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৫ জন
কলকাতা ট্রিবিউন, ১ আগস্ট: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৫ জন। আহত হয়েছেন ১২৩ জন। উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি ইসলামিক দলের সমাবেশে রবিবার বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, আফগানিস্তানের সীমান্তবর্তী খার শহরে উলামা-ই-ইসলাম-এফ দলের ৪০০ জনেরও বেশি সদস্য এবং সমর্থক জড়ো হয়। তখন ওই জমায়েতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে।
ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। সম্প্রতি ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের স্থানীয় শাখা একই রাজনৈতিক দলের বিরুদ্ধে হামলা চালিয়েছে।
স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা কর্মকর্তা সাদ খান বলেছেন, জেইউআই-এফ দলটির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন।
জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ হামলার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, ‘আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের একটি বার্তা দিতে চাই যে, এটা জিহাদ নয়, সন্ত্রাসবাদ।’ রয়টার্স