Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

৯ বছর হলেই মেয়েদের বিয়ে? বিল আনতে চলছে ইরাক; ইসলামিক দেশের এই সিদ্ধান্তে তুমুল বিতর্ক বিশ্বজুড়ে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মেয়েদের বিয়ের বয়স কমানোর প্রস্তাব ইরাকের পার্লামেন্টে। প্রস্তাবে বলা হয়েছে, মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ৯ বছরে আনা হোক। এহেন খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

জানা গেছে, ইরাকের শিয়া ইসলামিক দলগুলোর তরফে থেকে বেশ কিছুদিন ধরেই সংসদে চাপ দেওয়া হচ্ছিল বাল্য বিবাহকে আইনত বৈধ করার জন্য। দেশটির ১৯৫৯ সালের ব্যক্তিগত আইনের ১৮৮ নম্বর আইন সংশোধন করে মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি তাদের।

তবে প্রশ্ন উঠছে, এত অল্প বয়সে বিয়ে হলে গর্ভধারণ এবং পারিবারিক সহিংসতা বৃদ্ধির উচ্চ ঝুঁকি রয়েছে। সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু হতে পারে নাবালিকা ওই মায়েদের। পাশাপাশি, অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যায় ভুগতে পারে তাদের সন্তানরা।

এদিকে, ইউনিসেফের তথ্য বলছে, ইরাকের ২৮ শতাংশ মেয়ের ১৮ বছর বয়সের আগেই বিয়ে হয়ে যায়। হিউম্যান রাইটস ওয়াচের গবেষক সারাহ সানবার বলেন, ইরাক এই আইন কার্যকর করলে দেশটি পিছিয়ে যাবে।