ভারতের অনুরোধ উপেক্ষা করে তীর্থযাত্রীদের থেকে ২০ ডলার করে নিচ্ছে পাকিস্তান
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত শিখেদের ধর্মস্থান দরবার সাহিব। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক তাঁর জীবনের শেষপ্রান্তে সেখানে ছিলেন। পাকিস্তানে অবস্থিত এই পবিত্র গুরুদোয়ারায় যান ভারতীয়দের অনেকেই। ভারতীয় ও প্রবাসী ভারতীয়দের দীর্ঘদিনের দাবি মেনে ২৪ অক্টোবর ২০১৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী এই করিডোর দিয়ে প্রতিদিন ভারতীয় ও প্রবাসী ভারতীয়রা ভিসা ছাড়াই পাকিস্তানে অবস্থিত ওই ধর্মস্থানে যেতে পারেন।
India urged Pakistan not to charge fees for pilgrims visiting Gurdwara Darbar Sahib Kartarpur, but Pakistan still charges USD 20 per visit: MoS MEA @VMBJP on Kartarpur corridor pic.twitter.com/oQSPiyCDee
— Sidhant Sibal (@sidhant) March 25, 2023
ভারত পাকিস্তানকে তীর্থযাত্রীদের থেকে কোনওরকম ফি না নেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু অভিযোগ, ভারতের অনুরোধ উপেক্ষা করে ভারতীয় তীর্থযাত্রীদের থেকে ২০ ডলার করে ফি ধার্য করেছে পাকিস্তান। বিদেশ দফতরের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ একটি প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।